ময়মনসিংহে নির্মাণাধীন ভবন মালিককে ৫ হাজার জরিমানা করেছে মসিক
ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় আমলাপাড়া এলাকার এক ভবনমালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (২৩ আগষ্ট) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। এ সময় খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ পুলিশ বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন উল্লেখ্য ডেঙ্গু প্রতিরোধে মসিকের ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রম চলমান থাকবে।