শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেমিনার ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সেইসাথে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিনব্যাপী এ সেমিনার আজ বৃহস্পতিবার (৩০ মে) ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহিদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

১১টি দল হতে বাছাইকৃত সর্বশেষ ৮টি প্রতিযোগী দল কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দলগুলো হলো ময়মনসিংহ জিলা স্কুল প্রভাতী শাখা, ময়মনসিংহ; চিলড্রেন হোমস পাবলিক স্কুল, সরিষাবাড়ী, জামালপুর; জামালপুর জিলা স্কুল, জামালপুর; শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরপুর; নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা; বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ; ময়মনসিংহ জিলা স্কুল দিবা শাখা, ময়মনসিংহ এবং আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ময়মনসিংহ জিলা স্কুল দিবা শাখা প্রথম স্থান, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান এবং ময়মনসিংহ জিলা স্কুল প্রভাতী শাখা তৃতীয় স্থান অধিকার করে। শ্রেষ্ঠ জেলা হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসক পুরস্কৃত হন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, নতুন প্রজন্মকে আগের প্রজন্মের সাথে মিলালে বা সে প্রজন্মের মতোই থাকলে হবে না, এরা অবশ্যই এগিয়ে যাবে। তোমরা আমাদের চেয়ে এগিয়ে যাবে এটাই স্বাভাবিক। তোমরা একদিন অনেক ভালো করবে এটা আমাদের প্রত্যাশা। আজকের এই বিভাগীয় পর্যায়ের বিজয়ের মাধ্যমে তোমরা জাতীয় পর্যায় থেকে পুরস্কার ছিনিয়ে আনবে, এ আশা ব্যক্ত করি। ২০৪১ সালের স্বপ্নের বাংলাদেশে তোমরাই জয়ী হবে।

এসময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ মুস্তাগিজ বিল্লাহ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় তুলে ধরেন তিনি।

সেমিনারে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজিজুর রহমান, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক তাপস ফলিয়া, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: খাইরুল ইসলাম, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো: নজরুল ইসলামসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *