বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
আলোচিত সংবাদব্রেকিং নিউজময়মনসিংহ

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য খুন

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে প্রতিবেশীর দায়ের কোপে মিন্টু মিয়া (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাথমিক জিঞ্জাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ দুপুরে নগরীর বাদেকল্পা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিন্টু মিয়া ওই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, ময়মনসিংহ নগরীর বাদেকল্পা এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মিন্টু মিয়ার সাথে প্রতিবেশি জাহাঙ্গীর আলমের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক গ্রাম্য সালিশও হয়েছে। শুক্রবার আবারও সালিশের আয়োজন করা হয়। তবে এতে কোনো সমাধান পাওয়া যায়নি।

এরপর সালিশে আসা লোকজন বাড়ি থেকে যাওয়ার পরপরই জাহাঙ্গীর ও তার লোকজন মিন্টু মিয়াকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। জাহাঙ্গীরের লোকজন মিন্টুর বড় ভাইকেও কুপিয়ে গুরুতর আহত করে। তাকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মিন্টু মিয়ার ভাগিনা রাকিবুল ইসলাম বলেন, জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আমার মামাকে জাহাঙ্গীর হোসেন দা দিয়ে কুপিয়ে হত্যা এবং তার বড় ভাইকে কুপিয়ে আহত করে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) এস এম নুর মোহাম্মদ বলেন, জমি নিয়ে বিরোধে মিন্টু মিয়া নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য খুন হয়েছেন। এ খুনের ঘটনায় নাজমুল, রুহুল আমিন ও আব্দুল মান্নান নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *