মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫
মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

ময়মনসিংহে ছাত্রলীগ-যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে বিভিন্ন মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও নগরীর আকুয়া মড়ল বাড়ী এলাকার বাসিন্দা বাছির উদ্দিন ভূইয়া (২৫), নগরীর ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি মো: রাশেদ (২৬), একই ওয়ার্ড যুবলীগের সদস্য রবিন খান (২৫), নগরীর শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা সবুজ মিয়া (৩৫) উল্লেখযোগ্য। এর মধ্যে সবুজ ১৩টি মামলার আসামি বলে জানিয়েছে থানা পুলিশ।

এছাড়াও অন্যান্য মামলায় গ্রেপ্তার হয়েছে আরও চারজনকে। তারা হলেন- মোকছেদুল মোমিন শুভ (২৬), আবুল কালাম আজাদ (৫৪), আশরাফুল ইসলাম আশিক (২০) এবং পরোয়ানাভুক্ত আসামি আরাফাত হোসেন।

এদিন দুপুরে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সবুজ মিয়াকে গ্রেপ্তার করে। এর আগে গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, সংশ্লিষ্ট মামলায় আসামিদের আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের গ্রেপ্তার অভিযান চলমান আছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *