ময়মনসিংহে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রতারণা, আটক ২
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রতারণা ও জালিয়াতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা ডিবি পুলিশের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল বুধবার রাতে গফরগাঁও পৌর শহরের কলেজ রোডের আলাল মার্কেটের সামনে থেকে মফিজুল হক এবাদুলকে (৫৪) এবং স্থানীয় জামতলা মোড় এলাকা থেকে রাকিবুল ইসলাম ইমনকে (১৯) আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৩ নভেম্বর ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম চলাকালে ড্র্যাগিং ইভেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লক্ষ্য করেন যে- কয়েকটি পিইটি ফরমে তুলনামূলক বড় ফন্ট ব্যবহার করে তৈরি করা কৃতকার্য সিল দেওয়া হয়েছে। তখন ৮ জন প্রার্থীর ফরমে একই ধরনের সিল থাকায় তাদেরকে ইভেন্ট থেকে সরিয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানান, অজ্ঞাতনামা এক ব্যক্তি পুলিশ লাইন্সের বাউন্ডারির বাইরে থেকে তাদেরকে ১৬০০ মিটার দৌড় ইভেন্টে অংশগ্রহণ না করেই কৃতকার্য মর্মে সিল প্রদান করার প্রলোভন দেখিয়ে অর্থের বিনিময়ে ফরমে কৃতকার্য সিল দেয়। এ ঘটনায় তাৎক্ষণিক ওই ৮ প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হয়। পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে গফরগাঁও ও পাগলা থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারক মফিজুল হক এবাদুলকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেশী রাকিবুল ইসলাম ইমনকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।