ময়মনসিংহে অপারেশন ডেভিল হান্টে ৩ দিনে গ্রেফতার ৬১
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে অপরাশেন ডেভিল হান্ট জোরদার করেছে সংশ্লিষ্ট প্রশাসন। এই অভিযানে গত ৩ দিনে গ্রেপ্তার হয়েছে ৬১ জন। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মিরন চৌধুরী (৫৫), ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম (২৩), আওয়ামী লীগের নেতা সালাউদ্দিন লাভলু (৫৫), খাগডহর ইউনিয়ন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিয়া হোসেন (৪০) প্রমুখ উল্লেখযোগ্য।
জেলা গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, ডেভিল হান্ট অপারেশনে গত ৩ দিনে জেলার যৌথ অভিযান চালিয়ে ৬১ জন গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২২ জন, ১০ ফেব্রুয়ারি ১৬ জন এবং ১১ ফেব্রুয়ারি ২৩ জন গ্রেপ্তার হন।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বিগত ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলায় যারা জড়িত ছিল এবং যারা বিগত ৫ আগস্টের পর থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে কাজ করছে, তাদের বিরুদ্ধে এই অভিযান চলমান আছে। ইতোমধ্যে এই অভিযানে যারা গ্রেপ্তার হয়েছে তারা সবাই ভাঙচুর, হামলা, বিশেষ ক্ষমতাসহ বিভিন্ন মামলার আসামি।
এই বিষয়ে জেলার পুলিশ সুপার (এসপি) মো. আখতার উল আলম বলেন, দেশব্যাপী অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে এই অভিযান চলমান আছে। এই অভিযানে যারা গ্রেপ্তার হচ্ছে, তারা সবাই দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত এবং বিভিন্ন মামলার আসামি। কোনো সাধারণ মানুষ এই অভিযানে হয়রানি হবে না।
কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক বলেন, গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এই অভিযান চলমান থাকবে।