বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

ভারতে মন্দিরের প্রাচীর ভেঙে ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে একটি মন্দিরের প্রাচীর ভেঙে অন্তত আট জন দর্শনার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বিশাখাপতনমের ‘শ্রী বরাহলক্ষ্মী নরসিমহা স্বামী’ মন্দিরে বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

এদিন অক্ষয় তৃতীয়ার কারণে প্রচুর মানুষ ওই মন্দিরে ভোররাত থেকে পূজা দিতে গিয়েছিলেন। সেই সময়েই একটি ২০ ফুট দীর্ঘ অস্থায়ী প্রাচীর ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানিয়েছেন, রাত প্রায় আড়াইটা থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই প্রাচীরটি ভেঙে পড়ে।

রাজ্যের ধর্মস্থান বিষয়ক দপ্তরের প্রধান সচিব বিনয় চান সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ সম্বন্ধে এখনই নিশ্চিত হওয়া উচিত নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে রাত আড়াইটা থেকে সাড়ে তিনটের মধ্যে ব্যাপক বৃষ্টি হচ্ছিল। আমরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছি।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছেন। নিহতদের পরিবারের জন্য ২৫ লাখ রুপি করে ক্ষতিপূরণও ঘোষণা করেছে সরকার।

এই দুর্ঘটনায় নিহতদের জন্য সমবেদনা জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মূ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ অন্ধ্র প্রদেশ ও পার্শ্ববর্তী তেলেঙ্গানার রাজনৈতিক নেতানেত্রীরা। বিবিসি বাংলা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *