শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ২, আহত ২০

ভারতে মঙ্গলবার যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বেশ কয়েকটি বগি উল্টে গিয়ে কমপক্ষে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। খবর এএফপি’র।

ভারতের বিস্তৃত রেল নেটওয়ার্ক বিশাল দেশটি ভ্রমণের প্রধান ব্যবস্থা হয়ে উঠলেও এই খাতে তুলনামূলকভাবে কম অর্থায়ন করা হয় এবং দেশটিতে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে।

খবরে বলা হয়, ভোররাতের দিকে ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খন্ড রাজ্যের জামশেদপুরের কাছে হাওড়া-মুম্বাই এক্সপ্রেস লাইনচ্যুত হয়।
ভারতীয় রেলের মুখপাত্র ওম প্রকাশ চরণ এএফপি’কে বলেন, ট্রেন দুর্ঘটনায় ‘কমপক্ষে দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছে।’

দুর্ঘটনার সময় বিপরীত দিক থেকে একটি পণ্যবাহী ট্রেন আসে। সম্ভবত এটি পাশ দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী ট্রেনের সাথে সংঘর্ষ হয়।
চরণ আরো বলেন, এই ঘটনায় আঠারোটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *