বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

ব্রাজিলে সেতু ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০ জন

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের উত্তরাঞ্চলে একটি সেতু ধসে পড়ায় মৃতের সংখ্যা শুক্রবার বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে । ব্রাজিল কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

ব্রাসিলিয়া থেকে এএফপি এ খবর জানায়।

গত রোববার টোকান্টিন্স ও মারানহাও রাজ্যকে সংযোগকারী জুসেলিনো কুবিৎসচেক ডি অলিভেইরা সেতুটি ধসে পড়ে। সেতুটি ধসের ফলে যানবাহন এবং যাত্রীরা পানির নীচে ডুবে যায়।

ব্রাজিলের নৌবাহিনী ওই এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছিল। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার (৩.৭ মাইল) দূরে একটি মৃতদেহের এবং শুক্রবার টোকান্টিনস নদীতে দ্বিতীয় মৃতদেহের সন্ধান পায়।

দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জন প্রাণ হারিয়েছে এবং সাতজন নিখোঁজ রয়েছে।

নৌবাহিনী একটি বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার তারা আটজন মৃত এবং নয়জনের নিখোঁজের সংখ্যা হালনাগাদ করে।

সেতু ধসে পড়ার পর ৭০ জন উদ্ধারকারী প্রায় এক সপ্তাহ অনুসন্ধান চালিয়েছিল। একটি হাইপারব্যারিক চেম্বার ব্যবহার করে ডুবুরিরা ৩০ মিটার (১০০ ফুট) এর বেশি গভীরতায় অনুসন্ধান চালায়।

মঙ্গলবার ব্রাজিল সরকার সতর্ক করেছিল,টোকান্টিন্স নদীতে সালফিউরিক অ্যাসিড বহনকারী দুটি ট্রাক পড়ে যায়,এতে সালফিউরিক অ্যাসিড দ্বারা নদীর পানি দূষিত হতে পারে।

দুর্ঘটনায় জড়িত তৃতীয় একটি ট্রাক কীটনাশক বহন করছিল।

দমকল বিভাগের একজন মুখপাত্র এএফপিকে বলেন, ধসের পর তিনটি ট্রাকের ট্যাঙ্কই অক্ষত রয়েছে।

প্রায় ৫০০ মিটার (১,৬৪০ ফুট) লম্বা জুসেলিনো কুবিৎসচেক সেতুটি তৈরি হয়েছিল ১৯৬০ সালে।

কর্মকর্তারা বলেছেন, ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *