মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫

বৈরুতে ইসরাইলের হামলায় নিহত ২২

লেবাননের মধ্য বৈরুতের দুটি ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ২২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১৭জন। লেবাননের কর্মকর্তারা এতথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে এই হামলা চালানো হয়। ইসরাইলি স্থল সেনাদের বিরুদ্ধে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা সদর দফতর গুলোতে গুলি চালালে এতে দুই শান্তিরক্ষি আহত হওয়ার অভিযোগ ওঠেছে।

ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এর আগে হামলার এলাকাগুলোকে হিজবুল্লাহ-ঘনিষ্ঠ হিসাবে বর্ণনা করেছিল, কিন্তু এই নতুন হামলা নিয়ে এখনও কোন ও মন্তব্য করেনি।
লেবাননের একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে এএফপি’র খবরে বলা হয়েছে হিজবুল্লাহ্র এক সিনিয়র নেতাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

এসময় বৈরুতের কেন্দ্রস্থলে ওপরের দিকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার একটি গ্যাস স্টেশনের কাছে হামলা চালানো হয়।

ইসরাইলের পক্ষ থেকে এই ঘটনার তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইসরাইল বৈরুত থেকে এএফপি এ খবর জানায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *