সোমবার, এপ্রিল ৭, ২০২৫
সোমবার, এপ্রিল ৭, ২০২৫

বিশ্বে করোনায় মৃত্যু ৪৬ লাখ ছাড়াল

চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে সংক্রমিত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় বাড়ল নতুন আক্রান্ত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাড়ে নয় হাজারের বেশি লোক। নির্ধারিত এই সময়ের মধ্যে নতুন করে রোগটিতে সংক্রমিত মানুষের সংখ্যা প্রায় ছয় লাখে পৌঁছে গেছে।

সর্বশেষ এক দিনে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যদিও দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। এতে বিশ্বব্যাপী কোভিড শনাক্তের সংখ্যা ২২ কোটি ৩৩ লাখের ঘর ছাড়িয়েছে। অপর দিকে প্রাণহানির সংখ্যাও এরই মধ্যে ৪৬ লাখ আট হাজার ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন নয় হাজার ৬৯০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় প্রাণহানির সংখ্যা বেড়েছে এক হাজার ৩৫৬ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪৬ লাখ আট হাজার ৬৮৮ জনে পৌঁছেছে।

এছাড়া নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন পাঁচ লাখ ৯৫ হাজার ৩৮৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ল প্রায় ৮৪ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২২ কোটি ৩৩ লাখ ৭৫ হাজার ৫১৩ জনে দাঁড়িয়েছে।

এ দিকে গেল ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার থাবায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি দেখল যুক্তরাষ্ট্র। একই সময়ে দেশটিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৭ হাজার ৪৯৬ জন। আর মৃত্যু হয়েছে এক হাজার ৬৯৩ জনের। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত চার কোটি ১৩ লাখ ৯৫ হাজার ৩০৮ জন শনাক্ত হয়েছেন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় লাখ ৭১ হাজার ১৫১ জন।

অপর দিকে বিশ্বে দৈনিক মৃত্যুর তালিকায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকো অবস্থান এখন দ্বিতীয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুবরণ করেছেন এক হাজার ৭১ জন। এছাড়া নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৭৮৪ জন। আর মহামারির শুরু থেকে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ লাখ ৪৯ হাজার ২৯৫ জন ছাড়িয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে দুই লাখ ৬৪ হাজার ৫৪১ জনের।

প্রাণহানির তালিকায় রাশিয়ার নাম রয়েছে ওপরের দিকেই। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন ৭৯৭ জন। আর নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ২৪ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ লাখ ৬৫ হাজার ৯০৪ জনে পৌঁছে গেছে। আর এক লাখ ৮৯ হাজার ৫৮২ জনের মৃত্যু হয়েছে।

গেল এক দিনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬২৬ জন। আর নতুন করে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ছয় হাজার ৭৩১ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা ৪১ লাখ ৪৭ হাজার ৩৬৫ জনে পৌঁছে গেছে। আর প্রাণ গেছে এক লাখ ৩৭ হাজার ৭৮২ জনের।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৫০ জন। এমন পরিস্থিতিতে নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৩০ জন। অপর দিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা দুই কোটি নয় লাখ ২৮ হাজার আটজন ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮৪ হাজার ৪৫৮ জনের।

এ দিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৩৯ জন। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৪০৬ জন। দেশটিতে মোট শনাক্ত রোগী তিন কোটি ৩১ লাখ ৩৮ হাজার ৮৫৬ জন। আর মৃত্যু হয়েছে চার লাখ ৪১ হাজার ৭৮২ জনের।

গত এক দিনে ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫৩৮ জন। আর নতুন করে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৮৫৪ জন। মহামারি করোনার শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৫২ লাখ ১০ হাজার ৯৭৮ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন এক লাখ ১২ হাজার ৪৩০ জন।

এছাড়া এখন পর্যন্ত ৬৮ লাখ ৬৬ হাজার ৮৫৬ জন ফ্রান্সে, এছাড়া যুক্তরাজ্যে ৭০ লাখ ৯৪ হাজার ৫৯২ জন, ইউরোপের দেশ ইতালিতে ৪৫ লাখ ৮৫ হাজার ৪২৩ জন, মুসলিম রাষ্ট্র তুরস্কে ৬৫ লাখ ৬৬ হাজার ৫৬৮ জন, জার্মানিতে ৪০ লাখ ৪৪ হাজার ৭১২ জন এবং স্পেনে ৪৮ লাখ ৯৮ হাজার ২৫৮ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

অপর দিকে কোভিড আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ১৫ হাজার ২৫৯ জন ফ্রান্সে, এছাড়া যুক্তরাজ্যে এক লাখ ৩৩ হাজার ৬৭৪ জন, ইউরোপের দেশ ইতালিতে এক লাখ ২৯ হাজার ৭০৭ জন, মুসলিম রাষ্ট্র তুরস্কে ৫৮ হাজার ৯১৩ জন, জার্মানিতে ৯২ হাজার ৯৮৮ জন এবং স্পেনে ৮৫ হাজার ১৪৭ জন মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *