বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
আন্তর্জাতিকআলোচিত সংবাদব্রেকিং নিউজ

বিশ্বে করোনায় মৃত্যু ৪৫ লাখ ১৪ হাজার ছাড়াল

চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে সংক্রমিত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমল প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় সাড়ে সাত হাজার মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত মানুষের সংখ্যাও প্রায় সাড়ে চার লাখে কমে এসেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দেখল দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও দৈনিক মৃত্যুতে এখন শীর্ষে উঠে এসেছে রাশিয়া। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৭২ লাখের ঘর ছাড়িয়ে গেছে। অন্য দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৪৫ লাখ ১৪ হাজারে পৌঁছেছে।

সোমবার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত এক দিনে সারা বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন সাত হাজার ৪২৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ১২০০ এর বেশি। এতে বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা ৪৫ লাখ ১৪ হাজার ৮৫২ জনে পৌঁছে গেছে।

এছাড়া নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন চার লাখ ৫১ হাজার ৪৭৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যাও কমল ৯০ হাজারের বেশি। এতে অতিমারির শুরু থেকে ভাইরাসটিতে সংক্রমিত মোট রোগীর সংখ্যা বেড়ে ২১ কোটি ৭২ লাখ দুই হাজার ১৩৯ জনে দাঁড়িয়েছে।

এ দিকে গেল ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার সবচেয়ে বেশি সংক্রমণ দেখেছে ঘনবসতিপূর্ণ দেশ ভারত। একই সময়ে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ৪৩ হাজার ৩৮১ জন। আর মৃত্যুবরণ করেছেন ৫২৭ জন। করোনায় আক্রান্তের তালিকায় বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। যদিও প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। সেখানে মোট আক্রান্ত তিন কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৫৬৯ জন। এছাড়া প্রাণ হারিয়েছেন চার লাখ ৩৮ হাজার ৩৮৭ জন।

অপর দিকে বিশ্বে দৈনিক মৃত্যুর হিসেবে শীর্ষে উঠে এসেছে রাশিয়া। গত এক দিনে দেশটিতে প্রাণ হারিয়েছেন ৭৯৭ জন। এছাড়া নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১৯ হাজার ২৮৬ জন। আর মহামারির শুরু থেকে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৮ লাখ ৮২ হাজার ৮২৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে এক লাখ ৮১ হাজার ৬৩৭ জন করোনা রোগীর।

এমন পরিস্থিতিতে বিশ্বে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। গেল ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন ৭৫৬ জন। নির্ধারিত এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৫৪৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা ৩৩ লাখ ২৮ হাজার ৮৬৩ জনে পৌঁছেছে। আর এদের মধ্যে প্রাণ গেছে দুই লাখ ৫৭ হাজার ৯০৬ জনের।

এ দিকে শেষ ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ অনেকটাই হ্রাস পেয়েছে। একই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ৩৭ হাজার ২৬২ জন। আর মৃত্যুবরণ করেছেন ২৮৪ জন। বিশ্লেষকদের মতে, করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশে এখন পর্যন্ত তিন কোটি ৯৬ লাখ ৬৫ হাজার ৫১৫ জন লোক রোগটিতে আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন ছয় লাখ ৫৪ হাজার ৬৮৯ জন কোভিড রোগী।

এছাড়া গেল ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় কোভিড-১৯ শনাক্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৫১ জন। আর নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন সাত হাজার ৪২৭ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪০ লাখ ৭৩ হাজার ৮৩১ জনে পৌঁছেছে। আর মৃত্যু হয়েছে এক লাখ ৩১ হাজার ৯২৩ জন রোগীর।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড সংক্রমিত হয়ে মারা গেছেন ২৭৮ জন। নির্ধারিত এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ২১০ জন। অপর দিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দুই কোটি সাত লাখ ৪১ হাজার ৮১৫ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৭৯ হাজার ৩৩০ জনের।

এ দিকে গেল ২৪ ঘণ্টায় ইসলামি প্রজাতন্ত্র ইরানে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৫১৬ জন। এই সময়ের মধ্যে দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫৮১ জন। করোনা ভাইরাস মহামারির শুরু থেকে শিয়া মুসলিম অধ্যুষিত দেশটিতে এখন পর্যন্ত ৪৯ লাখ ২৬ হাজার ৯৬৪ জন রোগী শনাক্ত হয়েছেন। আর প্রাণ হারিয়েছেন এক লাখ ৬ হাজার ৪৮২ জন।

এছাড়া এখন পর্যন্ত ৬৭ লাখ ৪২ হাজার ৪৮৮ জন ফ্রান্সে, আর যুক্তরাজ্যে ৬৭ লাখ ৩১ হাজার ৪২৩ জন, এছাড়া ইতালিতে ৪৫ লাখ ৩০ হাজার ২৪৬ জন, মুসলিম রাষ্ট্র তুরস্কে ৬৩ লাখ ৪৬ হাজার ৮৮১ জন, জার্মানিতে ৩৯ লাখ ৪০ হাজার ২১১ জন এবং স্পেনে ৪৮ লাখ ৩১ হাজার ৮০৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অন্য দিকে কোভিড সংক্রমিত হয়ে এখন পর্যন্ত এক লাখ ১৪ হাজার ২১০ জন ফ্রান্সে, আর যুক্তরাজ্যে এক লাখ ৩২ হাজার ৪৩৭ জন, ইউরোপের দেশ ইতালিতে এক লাখ ২৯ হাজার ৯৩ জন, মুসলিম রাষ্ট্র তুরস্কে ৫৬ হাজার ২১৩ জন, জার্মানিতে ৯২ হাজার ৬৪৩ এবং স্পেনে ৮৪ হাজার জন মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *