রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
আলোচিত সংবাদজাতীয়বিশেষ সংবাদব্রেকিং নিউজ

বিশ্বের সবচেয়ে ছোট গরু ‘রানী’ মারা গেছে

গিনেসবুকে আবেদন করা সাভারের আশুলিয়ার শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃথিবীর সবচেয়ে ছোট গরু ‘রানী’ মারা গেছে। বক্সার ভুট্টি জাতের এ খর্বাকৃতির গরুটির পেটে গ্যাস জমে মারা গেছে বলে জানিয়েছে উপজেলা পশু চিকিৎসকরা। খর্বাকৃতির গরুটির ওজন ছিল ২৬ কেজি আর উচ্চতা ২০ ইঞ্চি ও প্রস্থ ছিলো ২৭ ইঞ্চি। গরুটির বয়স হয়েছিল ২ বছর।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে সাভার প্রাণী সম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল মোতালিব বিষয়টি নিশ্চিত করেন।

আব্দুল মোতালিব বলেন, আজ বেলা দেড়টার দিকে সাভারের আশুলিয়ার শিকড় এগ্রো ফার্মের একটি গরু মারা গেছে, যার নাম রানী। কিছু দিন আগে গিনেসবুকে নাম লেখানোর জন্য আবেদন করেছিল ফার্ম কর্তৃপক্ষ। কিন্তু গরুটি গতকাল হঠাৎ করে অসুস্থ হয়। গরুটির পেট ফোলা ছিল। এই অবস্থায় তারা চিকিৎসা দেন। তাদের ব্যক্তিগত একজন ডাক্তার রয়েছে তিনি গতকাল থেকে চিকিৎসা করছিলেন। কিন্তু কোন উন্নতি না হওয়ায় গরুটি আমাদের কাছে নিয়ে আসেন। এখানে আনার পরে আমাদের ভেটেরিনারি সার্জন, এখানে আরও যারা ছিল তারা চিকিৎসা দেন। এরপরেও গরুটির কোন উন্নতি হয়নি। পরে দুইটার দিকে গরুটি মারা যায়।

ফার্মটির ব্যক্তিগত পশু চিকিৎসক আতিকুজ্জামান জুয়েল জানান, গতকাল ‘রানী’ অসুস্থ হয়ে পড়ে। কাল থেকেই রানীর চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার কোন উন্নতি না হওয়ায় সকালে তাকে সাভারের প্রাণীসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। এখানেও চিকিৎসা চলাকালীন সময় দুপুর দুইটার দিকে গরুটি মারা যায়।

তবে শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ আবু সুফিয়ানের সাথে যোগাযোগ করা হলে গরুটি মারা যায়নি বলে দাবি করেন। এ ব্যাপারে তিনি কথা বলতেও রাজি ছিলেন না।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১ বছর আগে নওগাঁ জেলা থেকে গরুটি সংগ্রহ করেছিলেন ফার্ম কর্তৃপক্ষ। পরে গিনেসবুকে নাম লেখানোর জন্য গত ২ জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তারা। এরপরই গণমাধ্যম ব্যাপকভাবে প্রচার করলে বিশ্ব দরবারে রানী পরিচয় লাভ করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *