সোমবার, এপ্রিল ৭, ২০২৫
সোমবার, এপ্রিল ৭, ২০২৫

বিয়েটা দীঘির নয়, প্রিয়ন্তীর!

হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবিকে কেন্দ্র করে আলোচনার সৃষ্টি করেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

গত সোমবার (১ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিয়ের কার্ডের ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। যেখানে দেখা গেছে, তার অনামিকায় আংটি। মেহেদী রাঙানো হাত। আর সেই হাতের নিচে একটি বিয়ের কার্ড!

ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘অপেক্ষা করতে পারছি না আর…! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

মুহূর্তের মধ্যেই দীঘির সেই ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে। ভক্তদের মধ্যেও শুরু হয় নানা আলোচনা। দীঘি কি তাহলে বিয়ে করেছেন? এই প্রশ্ন ছুঁড়ে দেন সকলে। তবে নায়িকাকে তাদের কারো প্রশ্নেরই উত্তর দিতে দেখা যায়নি।

অনামিকা আঙুলে আংটি, দীঘির বিয়ে নিয়ে গুঞ্জন!

চারদিকে যখন দীঘির বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে তখন ফেসবুকে আরও একটি ভিডিও শেয়ার করলেন এই অভিনেত্রী। যেখানে জানা গেল, বাস্তবে বিয়ের পিঁড়িতে বসছেন না দীঘি। তবে পর্দায় এমন কোনো দৃশ্যে দেখা মিলতে পারে তার।

ওটিটি প্লার্টফর্ম চরকির শেয়ার করা এক ভিডিওতে বিয়ের সাজে দেখা মিলেছে এই অভিনেত্রীর। সেই ভিডিও শেয়ার করে দীঘি লিখেছেন, ‘বিয়েটা কিন্তু প্রিয়ন্তীর। আর যারা যারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সসাইটেড ছিলেন তাদের জন্য অল্প একটু সমবেদনা।’

ভিডিওটিতে দেখা গেছে, বিয়ের পোশাকে দীঘি। যেখানে লেখা, ‘জনাব/জনাবা, অসংখ্য ক্যাজুয়াল/অনলাইন/নন এক্সক্লুসিভ ডেটিং, সিচুয়েশনশিপ, বেঞ্চিং ইত্যাদির পর অবশেষে আমাদের কন্যা প্রিয়ন্তী বিবাহের জন্য রাজি হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনি আর আপনার সপরিবার/সবান্ধব ডিজিটাল উপস্থিতি আমাদের একান্ত কাম্য।’

যদিও ওয়েব ফিল্মের নাম প্রকাশ করেননি দীঘি। সেখানে তার সঙ্গে কারা অভিনয় করেছেন সে বিষয়েও কিছু প্রকাশ করেননি। পুরো বিষয়টিই এখনও আড়ালে রাখতে চাইছেন তিনি।

দীঘিকে সর্বশেষ দেখা গেছে ‌‘গাঁইয়া’ নামের একটি শর্টফিল্মে। যেখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন খায়রুল বাশার। পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *