বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

বিএনপি ক্ষমতায় এলে সাংবাদিকদের সত্য প্রকাশে বাঁধার সৃষ্টি করবে না : বিএনপি নেতৃবৃন্দ

মোঃ রাসেল হোসেন : ময়মনসিংহে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন ও জগদীশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অমিত রায় এবং সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী। এরআগে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের পক্ষ থেকে তিন নেতাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এখানো শেষ হয়নি। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে সাংবাদিকদের সত্য প্রকাশে কোনো বাঁধার সৃষ্টি করবে না। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া রাজনীতিবিদরা পরিপূর্ণতা পায় না। তাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।

সভায় জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা সভাপতি আবু সাঈদ, স্বেচ্ছাসেবকদলের জেলা সভাপতি শহিদুল আলম খসরু, সদস্য সচিব সোহেল খানসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *