বিইউপির ভর্তিযুদ্ধের ফল প্রকাশ
মহামারির সংক্রমণ তাণ্ডবের মাঝে অনুষ্ঠিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এরই ধারাবাহিকতায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ৩১ আগস্ট থেকে শুরু হবে।
শুক্রবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এর আগে গত ২০ ও ২১ আগস্ট যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিইউপির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনা মহামারিতে লকডাউন খোলার পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বপ্রথম বিইউপি লিখিত পরীক্ষা নেয়।
উল্লেখ্য, গত ২০ আগস্ট সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের পরীক্ষার মাধ্যমে এই ভর্তিযুদ্ধ শুরু হয়। মোট চারটি অনুষদে শিক্ষার্থী ভর্তি নেবে বিইউপি। ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনার ৪টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শিক্ষার্থীরা অনলাইনে https://admission.bup.edu.bd/Admission/Home এই ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন।