বঙ্গবন্ধু একটি সেকুলার দেশ দিয়ে গেছেন : নেপালের রাষ্ট্রদূত বানশী ধর মিত্র
নেপালের রাষ্ট্রদূত ডাঃ বানশিধর মিশ্র বলেছেন, বাংলাদেশ বন্ধু প্রতিম দেশ। এখানকার সংস্কৃতি, আচার-অনুষ্ঠান, সামাজিক ব্যবস্থা, ব্যবসা বানিজ্য আমাদের দেশেরই মত। এখানে সবার মাঝে সমতা বিরাজ করছে। কারো মাঝে কোন ভেদাভেদ নেই। তিনি আরো বলেন, বাংলাদেশ-নেপাল খুব কাছাকাছি দেশ।
সড়ক পথে দুই দেশের সীমান্ত এলাকাও খুব কাছাকাছি। সড়ক পথের উন্নয়ন হলে দুই দেশের মাঝে যাতায়াত সহজ হবে এবং ব্যবসা বানিজ্যেও খরচ কমে আসবে। পঞ্চগড় জেলার বাংলাবন্ধ সীমান্ত থেকে মাত্র ২১ কিলোমিটার দুরত্বে নেপাল সীমান্ত। রাষ্ট্রদূত আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সারা বিশ্বে একজন পরিচিত নেতা।
বঙ্গবন্ধু একটি সেকুলার দেশ দিয়ে গেছেন। তারই অবস্থানে আমরা একে অপরের বন্ধুত্বের ধারায় এগিয়ে এসেছি। তিনি আরো বলেন, এই করোনাকালীন সময়ে আপনারা যে অতিথেয়তা ও শুভেচ্ছা জানিয়েছেন তাতে আমি অনেক আনন্দিত। দয়া করুনা প্রেম এগুলো মনের আবেগ। আমরা একে অপরের বন্ধু হয়ে থাকতে চাই। সেবাই পরম ধর্ম।
বুধবার (০১ সেপ্টম্বর) বিকেলে ময়মনসিংহ দুর্গাবাড়ী মন্দির পরিদর্শণ পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা (ধর্মসভা’র) সভাপতি প্রফেসর বিমল কান্তি দে এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শংকর সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নেপাল দূতাবাসের দ্বিতয়ি সচিব মি. রঞ্জন যাদব, সচিব রিয়া স্যাটরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খিৃষ্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট বিকাশ রায়, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, এডভোকেট পীযুষ কান্তি সরকার, এডভোকেট প্রনব কুমার সাহা রায়, এডভোকেট প্রশান্ত কুমার দাস চন্দন, এডভোকেট তপন চন্দ্র দে, চক্ষু চিকিৎসক ডা: হারশংকর দাস, স্বপন সেন গুপ্ত, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভক্তিপ্রদা নন্দ মহারাজ, হিন্দু মহাজোট নেতা নিপেশ চন্দ্র সরকার, ইসকন প্রতিনিধি শ্রীমৎ খোকন বন্ধু দাস, কোতোয়ালী ওসি শাহ কামাল হোসেন আকন্দসহ সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ। এর আগে রাষ্ট্রদূত বানশিধর মিশ্র দুর্গাবাড়ী মন্দির স্থলে উপস্থিত হলে তাকে উলুধ্বনি দিয়ে ও ফুলের পাপড়ি ছিটিয়ে মহিলারা স্বাগত জানান। তিনি মন্দিরের বিভিন্ন স্থান ঘুরে সংবর্ধনা স্থলে এলে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।
এদিন সকালে রাষ্ট্রদূত কমিউনিটি বেজড মেডিকেল কলেজ-এ অধ্যায়নরত নেপালের শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং তাদের খোজ খবর নেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সাথে দেখা করেন।