ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় নগরের টাউনহল মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সাধারণ জনগণ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সমাবেশস্থলে জড়ো হন। সেখানে উপস্থিত সবাই নানা স্লোগান দেন।
‘ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক’; ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’— ইত্যাদি স্লোগানে বিক্ষোভকারীরা ইসরায়েলের সব পণ্য বয়কটের ঘোষণা দেন।
সমাবেশে বিক্ষোভকারীরা বলেন, আমরা স্বাধীন ফিলিস্তিনের পাশে আছি। আমরা বাংলার মাটি থেকে বলতে চাই, ফিলিস্তিন আমরা তোমাদের পাশে আছি। আজ মুসলিম বিশ্ব এক হওয়ার সময় এসেছে। পৃথিবীর বুক থেকে ইসরায়েলের নাম মুছে দিতে হবে।
তারা আরও বলেন, আমরা পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘকে বলতে চাই, আপনারা যতই ষড়যন্ত্র করুন না কেন, ফিলিস্তিন আমাদের ছিল আমাদের থাকবে। সময় এসেছে ফিলিস্তিন স্বাধীন করার।