শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। হাজরো ছাত্র জনতার প্রাণের বিনিময়ের অর্জিত বিপ্লবের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে ইনশাল্লাহ। বর্তমান সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

শুক্রবার নগরীর টাউনহন মিলনায়তনে ময়মনসিংহ মহানগর জামায়তে ইসলামীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী, ময়মনসিংহ জেলা আমীর মো. আবদুল করিম, মহানগর নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল।

এসময় মহানগর জামায়াতের সহ-সম্পাদক আনোয়ার হাসন সুজন, মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার ও কর্মপরিষদ সদস্য গোলাম মহসীন খান মঞ্চে উপস্থিত ছিলেন। মতিউর রহমান আকন্দ বলেন, আজকে বাংলাদেশের মানুষ ৫ আগস্ট যা দেখেছে, বিশ্বের ইতিহাসে এটি একটি ব্যতিক্রমী ঘটনা।

কারণ রাজনৈতিকদলগুলো ঐক্যবদ্ধভাবে সাড়ে ১৫ বছর আন্দোলন করে যে স্বৈরশাসককে টলাতে পারেনি, যে স্বৈরশাসক হাজার হাজার মানুষকে হত্যা করেছে, যে স্বৈরশাসক কোনো কিছুর তোয়াক্কা না করে দেশের জননন্দিত নেতাদের ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, সেই স্বৈরশাসকের পতন মাত্র ১৯ দিনের মাথায় হবে একটি অরাজনৈতিক আন্দোলনের মাধ্যমে, পৃথিবীর কোনো ব্যক্তি কল্পনা করে নাই। শেখ হাসিনাও এটি কল্পনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামীন এই অসাধ্য সাধন করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *