বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
আলোচিত সংবাদব্রেকিং নিউজরাজনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে উন্নয়ন ইস্যু অগ্রাধিকার পাবে : পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের উন্নয়ন অভিযাত্রায় চীন ভূমিকা রেখে আসছে। উন্নয়ন অভিযাত্রা যেন বেগবান হয়, এটাই প্রধানমন্ত্রীর চীন সফরে প্রাধান্য পাবে।

বুধবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, আমরা সবার সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখেই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রী কয়েকদিন আগে ভারত সফর করে এসেছেন, সে সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন আমাদের বড় উন্নয়ন অংশীদার। আমাদের অবকাঠামো উন্নয়ন—যেমন কর্ণফুলী টানেল, পদ্মা সেতুসহ অনেক আইকনিক স্থাপনায় চীন আমাদের সহায়তা করেছে। আমাদের উন্নয়ন অভিযাত্রায় চীন ভূমিকা পালন করে আসছে। উন্নয়ন অভিযাত্রা যেন বেগবান হয়, সফরে এটাই প্রাধান্য পাবে।

চুক্তি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, চীনের সঙ্গে চুক্তির বিষয়ে পরে বলবো, এখনো বলার মতো সময় হয়নি। এটা এখনো চূড়ান্ত হয়নি। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত আমরা জানাবো।

প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে ভারতের কোনো আপত্তি আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ভারতের কখনো কোনো আপত্তি নেই। ভারতের প্রধানমন্ত্রীর (নরেন্দ্র মোদী) সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে চীনের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছিল। তখন আমাদের প্রধানমন্ত্রী উল্লেখ করেছিলেন, ‘আমি তো চীনে যাচ্ছি’। এভাবেই সেখানে আলোচনাটা এসেছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮-১১ জুলাই চীন সফর করবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *