পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ লেখা পুনঃপ্রবর্তন করলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশিদের ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ লেখা পুনঃপ্রবর্তন করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা পাসপোর্ট ও অভিবাসন বিভাগকে বিদেশ ভ্রমণের জন্য বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ পারমিটে ‘এই পাসপোর্ট ইসরাইল ব্যতীত বিশ্বের সকল দেশের জন্য বৈধ’ বাক্যটি পুনর্বহাল করার জন্য একটি নির্দেশনা জারি করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব নীলিমা আফরোজ বাসসকে বলেন, ‘আমরা ৭ এপ্রিল চিঠি (নির্দেশিকা) জারি করেছি।’
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় ২০২১ সালে এই বাক্যটি বাতিল করা হয়েছিল।
সেই সময় কর্তৃপক্ষ বলেছিল, আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য পাসপোর্ট থেকে ‘ইসরাইল ব্যতীত সকল দেশ’ শব্দটি বাদ দেওয়া হয়েছে, কিন্তু ইহুদি রাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশের দশকের পর দশক ধরে চলে আসা নীতিতে কোনো পরিবর্তন আসেনি।