নেত্রকোণায় পুরাতন সিল প্যাড ও কালির সমস্যায় ভোটগ্রহণে বিঘ্ন
পুরাতন সিল প্যাড ও কালির সমস্যায় ভোট দিতে গিয়ে অসুবিধায় পড়তে হয়েছে ভোটারদের। নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নের মারাদীঘি গোলাম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও পূর্বধলার বিশকাকুনী ইউনিয়নের বাদে পুটিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটাররা এ অভিযোগ করেন।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারদের উপস্থিতি কম থাকলেও সিল প্যাডের সমস্যার কারণে ভোটারদের একাধিকবার কালি নিয়ে ভোট দিতে হচ্ছে। ভোটাররা জানান, প্যাড ও কালিতে সমস্যা থাকার কারণে ভোট দিতে দেরি হচ্ছে। এ ছাড়া বাকি সব স্বাভাবিক আছে।
পোলিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছু কিছু কক্ষে এরকম সমস্যা হলেও দ্রুত সময়ের মধ্যে তা সমাধান করা হয়েছে।
নেত্রকোণার পূর্বধলা উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, পুরাতন সিল প্যাড ও কালির সমস্যা হচ্ছে। একাধিক ভোটার জানান, পুরাতন সিল প্যাডের কারণে কালির সমস্যা হচ্ছে। ভোটারগণ সিল দিতে গিয়ে তাদের নির্দিষ্ট প্রতীকে ঠিকমতো সিল মারতে পারছেন না।
সমস্যা তৈরি হওয়ার পর বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে বলে জানান পূর্বধলার বিশকাকুনী ইউনিয়নের বাদে পুটিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার।