নান্দাইলে জাল ভোট দেওয়ার চেষ্টা, যুবকের ৬ মাসের কারাদণ্ড
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে মো. কাইয়ুম (৩৫) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েনছে সংক্ষিপ্ত বিচার আদালত।
বুধবার (৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার কানারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত মো. কাইয়ুম উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুর নগর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ এ আদালত পরিচালনা করেন।
এ সময় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে উপজেলা পরিষদ নির্বাচন- ২০১৩ বিধি ৭২ আইনে এ বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সংশ্লিষ্ট আদালত সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত কাইয়ুম একবার ভোট দিয়ে আবারও জাল ভোট দেওয়ার চেষ্টা করেছিল।
প্রসঙ্গত, এ উপজেলা পরিষদ নির্বাচনে তিন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।