নদীর কিনারে প্রাথমিক বিদ্যালয়, ভাঙনে তলিয়ে যাওয়ার আশঙ্কা
নদীর ঠিক কিনারায় দাঁড়িয়ে আছে নেত্রকোনার মদন উপজেলার একটি বিদ্যালয়। এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে বিদ্যালয়ের শৌচাগার। শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের আশঙ্কা যেকোনো সময় বিলীন হতে পারে বিদ্যালয়ের ভবনটিও। তিয়শ্রী ইউনিয়নের ৩১ নম্বর বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি।
স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৮৭ সালে বাগজান গ্রামে বিদ্যালয়টি স্থাপিত হয়। এর উত্তর পাশ দিয়েই বয়ে গেছে মগরা নদী। গত এক যুগ ধরে নদীর অব্যাহত ভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে বিদ্যালয়ের ভবনটি। এবারের বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে বিদ্যালয়ের শৌচাগারটি ভেঙে নদীগর্ভে তলিয়ে যায়। এখন পুরো ভবনটিই যেন দাঁড়িয়ে আছে বিলীন হওয়ার অপেক্ষায়।
স্থানীয়রা বলেন, ব্যবস্থা না নিলে যেকোন সময় নদীতে হারিয়ে যাবে বিদ্যালয়টি। দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনিছুর রহমান বলেন, ভবনটি রক্ষার জন্য উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় ইউএনও এবং জেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরে আবেদন করেও কোনো কাজ হয়নি। এরই মধ্যে আবার বাড়তে শুরু করেছে নদীর পানি।
প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, আশপাশের এলাকার ৪৫০ শিক্ষার্থী এই বিদ্যালয়ে পড়াশোনা করছেন। ভবনটি রক্ষার জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, নদী ভাঙনের ফলে বিদ্যালয়ের ভবনটি মারাত্মক হুমকির মুখে পড়েছে। সরেজমিনে দেখে ভবনটি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ জানান, বিদ্যালয়টির বিষয়ে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে। দ্রুতই এর সমাধান মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।