দৈনিক ঈষিকা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক তালুকদারের দাফন সম্পন্ন
ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক ঈষিকা পত্রিকার প্রকাশক ও সম্পাদক, দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার প্রকাশক, ময়মনসিংহ প্রেসক্লাবের সিনিয়র সদস্য, জেলা আইনজীবী সমিতি ও ট্যাক্সেস বার এসোসিয়েশনের সিনিয়র সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার (৮০) রবিবার ৬ অক্টোবর
সকাল ৯ টায় সিবিএমসিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না …রাজিউন) বাদ আছর তাঁর প্রথম জানাজা নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। বাদ এশা তাঁর গ্রামের বাড়ি ভালুকার নারুঙ্গীতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন
হয়েছে বলে পরিবার এর পক্ষ থেকে জানানো হয়। মূত্যুকালে তিনি দুই স্ত্রী, ৩ কন্যা ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।