দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট
তালেবানের আগ্রাসনের মুখে দেশ ছেড়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি। দেশ ছেড়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন তিনি।
রবিবার (১৫ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
রয়টার্স জানায়, এ বিষয়ে জানতে আফগান প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগ করা হলে তারা জানায়, নিরাপত্তার কারণে আশরাফ গানির গতিবিধি সম্পর্কে কিছু বলা সম্ভব হচ্ছে না।
এদিকে তালেবানের সশস্ত্র অভিযানে আশরাফ গানি দেশ ছাড়তে পারেন বলে বেশ কিছু সংবাদমাধ্যমে আগেই খবর ছড়িয়ে যায়। তবে এদিন বিকেলে আল-জাজিরা জানায়, আফগান প্রেসিডেন্ট কাবুলেই আছেন। সস্ত্রীক প্রেসিডেন্সিয়াল প্যালেসে সময় কাটাচ্ছিলেন তিনি।
অপরদিকে গত কয়েকদিনে একের পর এক শহর তালেবানের দখলে চলে গেলেও এ নিয়ে মুখ খুলেনি আশরাফ গানি বা তার সরকার। সবশেষ শনিবার বিকেলে এক ভাষণে পূর্বে রেকর্ড করা এক ভিডিওবার্তায় তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। সেই বক্তব্যের ২৪ ঘণ্টা যেতে না যেতেই দেশ ছেড়ে পালিয়েছেন পশ্চিমা-সমর্থিত এ নেতা।