শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র সাময়িক বরখাস্ত

জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত হয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে পৌরসভার ১১ জন ওয়ার্ড কাউন্সিলর স্বেচ্ছাচারী আচরণ, সরকারি গুদামের মালামাল লুট, আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে অনাস্থা এনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ পাঠান। এর প্রেক্ষিতে দীর্ঘ তদন্তের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় এই আদেশ জারি করা হয়।

পাশাপাশি অপর আরেকটি প্রজ্ঞাপনে পৌরসভার ১ নম্বর প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবুকে প্রশাসনিক ও দাফতরিক কাজের সুবিধার্থে দায়িত্ব দিয়ে আদেশ জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২০২২ সালের ১৪ নভেম্বর ইসলামপুর পৌরসভার ১১ জন কাউন্সিলর মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, সরকারি মালামাল লুট, আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে লিখিত অনাস্থাপত্র মন্ত্রণালয়ে পাঠান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *