বুধবার, এপ্রিল ২, ২০২৫
বুধবার, এপ্রিল ২, ২০২৫

দুর্গাপুরে ভোক্তা অধিকার আইনে ৫টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

নেত্রকোনার দুর্গাপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় উপজেলার ঝানজাইল বাজারের ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মেয়াদ ও মূল্য বিহীন পণ্য ও ঔষধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় সোমবার বিকেলে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. শাহ আলম এ অভিযান পরিচালনা করেন । অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ হাবিলউদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর ও জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মো. শাহ আলম।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *