দুর্গাপুরে পুকুরে ডুবে শিশুর মৃ্ত্যু
নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে তুফা মণি নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে পূর্ব নলুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া তুফা মণি ওই এলাকার কৃষক মো. নুরুজ্জামান মিয়ার মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে তুফা মণির মা দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর উঠানে তুফাকে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশীরা পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে শিশু তুফা মণির মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।