শনিবার, এপ্রিল ৫, ২০২৫
শনিবার, এপ্রিল ৫, ২০২৫

দুর্গাপুরে দিনে দুপুরে আইনজীবীর বাসায় চুরি

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের উকিল পাড়া এলাকায় এক বাড়িতে দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে প্রয়াত আইনজীবী আব্দুল গনির বাসায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই এলাকায় দিনের বেলায় কখনও চুরির ঘটনা হয়নি। এ কারণে এই চুরির পর এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

আইনজীবী আব্দুল গনির বড় ছেলে আবু সীনা মোহাম্মদ তারিফ জানান, সকালে আমার ছোট ভাই অফিসে চলে যায়, এরপর আমার মা ও ছোট ভাইয়ের স্ত্রী বসত ঘরের দরজা ও মেইন গেইটে তালা দিয়ে বাহিয়ে যায়। দুপুর ১টার দিকে আমার মা গেইটের তালা খুলে বাসায় ঢুকে ঘরের ভিতর গিয়ে দেখতে পায় সুকেস ওয়াবড্রব ও আলমারির তালা ভাঙ্গা। ড্রয়ারে রাখা ২৭ হাজার টাকা ও আলামারিতে রাখা তিন ভরি স্বর্ন নিয়ে যায় চুরি করে।

ওই এলাকার বাসিন্দা নির্মলেন্দু সরকার বাবুল বলেন, আমাদের এলাকায় দিনের বেলায় কখনও চুরি হয়নি। দিনে দুপুরে এরকম দুঃসাহসিক চুরির ঘটনায় আমরা আতংকিত। এলাকাবাসীর মাঝে উদ্বেগ বেড়ে গেছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর-এ আলম বলেন, থানায় চুরির একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় দিনে ও রাতে চুরি রোধে পুলিশী টহল বাড়ানো হবে। একইসাথে এলাকাবাসিকেও সচেতন থাকার অনুরোধ জানান তিনি

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *