দুর্গাপুরে অনার্স কোর্স ও কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন
নেত্রকোনার দুর্গাপুরে অনার্স কোর্স চালু ও সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার এর দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে উপজেলা ছাত্র ইউনিয়নের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম খান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহির রায়হান এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা ছাত্র ইউনিয়নের সহ:সভাপতি কবিরুল ইসলাম, সহ সাধারন সম্পাদক জুয়েল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রমজান আহমেদ সৌরভ, সাবেক সভাপতি নজরুল ইসলাম, রমজান আলী সরকার, সাবেক ছাত্রনেতা অবনী কান্ত হাজং প্রমুখ।
বক্তারা বলেন, দেশের সর্বস্তরে কোটা সংস্কার বিষয়ক যেসব আন্দোলন হচ্ছে তা অত্যন্ত যৌক্তিক। আমরা দুর্গাপুর উপজেলা ছাত্র ইউনিয়ন কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সর্বাত্মকভাবে একাত্মতা ও সংহতি প্রকাশ করছি।
মহামান্য আদালতের প্রতি মেধার মূল্যায়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সাধারণ শিক্ষার্থীদের দাবির পক্ষে অতি দ্রুত রায় প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেইসাথে দুর্গাপুর উপজেলার বেশির ভাগ শিক্ষার্থী আর্থিক সঙ্গতি না থাকার কারনে বাহিরে গিয়ে পড়াশোনা করতে পারে না। দুর্গাপুরের সরকারী কলেজটিতে অনার্স কোর্স চালু হলে আমাদের মতো দরিদ্র মেধাবি শিক্ষার্থীরা শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যেতে পারবো। এ দাবি বাস্তবায়নের জন্য দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।