শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

থাইল্যান্ডে এমপক্সের নতুন ধরনের সন্ধান পাওয়া গেছে

থাইল্যান্ড বুধবার এমপক্সের নতুন ধরন এবং আরও বিপজ্জনক সন্ধানের খবর দিয়েছে। এই রোগের প্রাদুর্ভাব সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে।

রাজ্যের রোগ নিয়ন্ত্রণ বিভাগের প্রধান থংচাই কেরাতিহাত্তায়াকর্ন এএফপি’কে জানিয়েছেন, আক্রান্ত রোগী একজন ইউরোপীয় নাগরিক। তিনি আফ্রিকান দেশ থেকে থাইল্যান্ডে গিয়েছিলেন।

ধরনটি নিশ্চিত করার জন্য ল্যাবরেটরিতে পরীক্ষা চলছে। তবে কর্মকর্তাদের ধারনা, এটি ক্লেড-১ থেকে ছড়ায়। আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে কোয়ারেন্টানে রাখা হয়েছে।

থংচাই এএফপি’কে বলেছেন, ‘আমরা একটি পরীক্ষা করেছি। তাদের অবশ্যই এমপক্স আছে এবং এটি অবশ্যই ক্লেড-২ নয়।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *