মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫

তারেক পত্নী জোবাইদার সাজা এক বছরের জন্য স্থগিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা এক বছরের জন্য স্থগিত করেছে সরকার।

গত ২২ সেপ্টেম্বর এক সরকারি প্রজ্ঞাপনে এ সাজা স্থগিত করা হয়। বুধবার (২ অক্টোবর) সেই প্রজ্ঞাপনের কপি জাগো নিউজের হাতে এসেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিতের আবেদন এবং আইন ও বিচার বিভাগ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে ক্রিমিনাল প্রসিডিউর কোড বা ফৌজদারি কার্যবিধি আইন, ১৮৯৮ এর ধারা ৪০১(১) এ প্রদত্ত ক্ষমতাবলে তার সাজা স্থগিত করা হয়েছে।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিশেষ মামলা নং-৩৪১/২০২২ (কাফরুল থানার মামলা নং-৫২, তারিখ-২৬/০৯/২০০৭)-এ জোবাইদার বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখার উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মান্না ওই প্রজ্ঞাপনে সই করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *