বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
শিক্ষা

ঢাবির জগন্নাথ হলে নতুন ভবন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য নবনির্মিত রবীন্দ্র ভবন এবং আবাসিক শিক্ষকদের জন্য নবনির্মিত অধ্যাপক অনুদ্বৈপায়ন ভট্টাচার্য আবাসিক শিক্ষক ভবন উদ্বোধন করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে ভবন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

হল প্রাধ্যক্ষ দেবাশীষ পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, দীর্ঘদিন ঢাবিতে আবাসন সংকট রয়েছে। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এই ভবন নির্মাণের ফলে বিশ্ববিদ্যালয়ের বেশকিছু শিক্ষার্থীর আবাসন সংকট নিরসন হলো।

নবনির্মিত ভবন দুটির রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

উল্লেখ্য, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ১০ তলা বিশিষ্ট রবীন্দ্র ভবনের ২৫০টি কক্ষে এক হাজার শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *