বুধবার, এপ্রিল ২, ২০২৫
বুধবার, এপ্রিল ২, ২০২৫

টাঙ্গাইলে তীব্র স্রোতে ভেঙে পড়ল সেতু, যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলের বাসাইলে বন্যার পানির তীব্র স্রোতে এক‌টি সেতু ভেঙে পড়েছে। বুধবার (০১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাঞ্চনপুর ইউ‌নিয়‌নের কর্মকার পাড়ায় এ ঘটনা ঘটে। এ‌তে কাঞ্চনপুর হালুয়াপাড়া গ্রোথ সেন্টার-কাজিরাপাড়া সড়কে যোগা‌যোগ ব্যবস্থা বন্ধ হ‌য়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন ১০ গ্রামের মানুষ।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীনে উপজেলার কাঞ্চনপুরের হালুয়াপাড়া গ্রোথ সেন্টার- কাজিরাপাড়া সড়কের কর্মকারপাড়া এলাকায় ৩০ বছর আগে সেতুটি নির্মাণ ক‌রা হয়। এলজিইডি কর্তৃপক্ষ সম্প্রতি সেতুটি পরিত্যক্ত ঘোষণা করেন। বুধবার ভোরে প্রবল পা‌নির স্রোতে সেতুটি ভেঙে যায়। এ‌তে প্রায় ১০ গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কর্মকার পাড়া এলাকার আমিনুল ইসলাম বলেন, তীব্র স্রো‌তে সেতুটি ভেঙে পড়ে। এ‌তে ১০-১৫ গ্রামের মানুষের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা নৌকাযো‌গে পারাপার হচ্ছেন।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, প্রায় ৩০ বছর আগে সেতুটি নির্মাণ করা হয়। ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তৃপক্ষ সেতুটি পরিত্যক্ত ঘোষণ করে। আজ সকালে এ‌টি ভেঙে পড়েছে। এতে যোগা‌যোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১০ গ্রামের মানুষ।

উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী সাজেদুল আলম বলেন, আগেই সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। পরে সেটি ভেঙে পড়েছে। সেখানে ২০ মিটারের আরেকটি একটি সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো আছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *