টস জিতে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড
টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় পায়নি একটিতেও! কিন্তু সর্বশেষ অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে ভীষণ আত্মবিশ্বাসী মাহমুদউল্লাহরা। এবার স্বাগতিকদের সামনে ইতিহাস বদলানোর সুযোগ। মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এর মধ্যে টসটিও হয়ে গেছে। টস জিতে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড।
বাংলাদেশের একাদশে লিটন দাস ফেরাতে বাদ পড়েছেন সৌম্য সরকার। ওপেনিংয়ে লিটনের সঙ্গী তাই নাঈম শেখ। আগেই জানা ছিল, নিউজিল্যান্ড টিমটা অনভিজ্ঞ। এই ম্যাচে তাই অভিষেক হচ্ছে দুজনের। এরা হলেন বামহাতি ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র ও অলরাউন্ডার কোল ম্যাকনকি।
বাংলাদেশ একাদশ: মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ ( অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ : টম ল্যাথাম (অধিনায়ক, উইকেট রক্ষক), রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকলস, কোল ম্যাকনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি ও ব্লেয়ার টিকনার।