জুলাই স্পিরিটকে উজ্জীবিত রাখতেই এই তারণ্যের উৎসব : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেছেন, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের জন্য সরকারিভাবে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনার পিছনে মূলত যে স্পিরিট সেটা হচ্ছে জুলাই এবং অগাস্ট মাসে বাংলাদেশে যে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের কারিগর ছিল যারা তরুণ সমাজ, ছাত্র সমাজ এবং যুবক।
তারা যে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে যে দেশটি অতল গহ্বরে নিমজ্জিত হতে যাচ্ছিল, ঠিক সেরকম একটা প্রেক্ষাপট থেকে দেশকে তুলে নিয়ে এসে আবার সাম্য, স্বাধীনতা, মানবিক মর্যাদাবোধ এবং ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন ছাত্র-জনতা চালিয়েছিল, সে আন্দোলনের ফসল হচ্ছে ৫ ই আগস্ট এবং তার পরবর্তী বাংলাদেশ। তারা যে চেতনা, যে স্পিরিটকে ধারণ করে সেদিন প্রায় ২ হাজারের ওপর ছাত্র-জনতা জীবন দিয়েছিল এবং প্রায় ৩০ হাজারের অধিক ছাত্র জনতা আহত হয়েছিল, তাদের সেই স্পিরিটকে ধারণ করে সেই স্পিরিট যেন স্মৃতির অতলে হারিয়ে না যায়, সেজন্য সেটাকে সতেজ অমলিন এবং প্রাণবন্ত করে রাখার জন্য মুলত এই তারুণ্যের উৎসব উদযাপনের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে নগরীর সার্কিট হাউজ মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে নানাবিধ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এরমধ্যে বিভিন্ন ধরনের
খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
যাতে করে আমাদের তরুণ সমাজ কোনভাবে ঝিমিয়ে না পড়ে, তারা যেন কোনভাবেই তাদের প্রাণচাঞ্চল্য হারিয়ে না ফেলে। তারা যেন নতুন উদ্যমে, নতুন উদ্যোগে এই বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য আবার ঝাঁপিয়ে পড়ে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজিম উদ্দিনের সভাপতিত্বে ও নাহিদ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্সসহ ১৩ টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসার মোঃ আল আমীন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মোহামেডান ক্রিকেট স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক আকন্দ লিটন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক একেএম মাহাবুবুল আলম, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক রতন আকন্দ, মহানগর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিএস মাহাবুব, সাবেক ক্রিকেটার হারুন- অর রশিদ লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ও খেলোয়ার সামী পাটোয়ারী জনি, জেলার কোচ পাপ্পুসহ বিভিন্ন উপজেলার খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ প্রমুখ। জেলা প্রশাসন আয়োজিত টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে সদরসহ ১৩ টি উপজেলা অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচের প্রথম দিনে ৮ টিমের মধ্যে অনুষ্ঠিত খেলায় ৪ টি দল জয়ী হয়ে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। এছাড়াও ভালুকা, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ টিম বাই পেয়ে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দল আগামী ১৭ জানুয়ারি ফাইনাল খেলবে।