জামালপুরে ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু, আটক ১
জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত জাকারিয়া (৩৫) ও এনামুল হকের (৩৮) পিতার নাম আ. মান্নান।
শুক্রবার (২০ আগস্ট) দুপুরে মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের বন্দোরৌহা গ্রামে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মেলান্দহ থানায় নিয়ে আসে।
মেলান্দহ থানার ওসি মায়নুল ইসলাম জানান, পরিবারের জমি নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা লেগে ছিল তাদের। আজ দুপুরে ঝগড়ার সময় এনামুল ক্ষিপ্ত হয়ে জাকারিয়ার মাথার পিছনে দা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় সে।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এখনো মামলা হয়নি।