জামালপুরে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১২ হাজার মানুষ
উজানের পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টির কারণে যমুনা এবং ব্রহ্মপুত্র নদীর পানি বেড়েছে। এতে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলসহ প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তিন উপজেলার প্রায় ১০-১২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বেশ কিছু কাঁচা-পাকা সড়ক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ ফসলি জমি পানিতে ডুবে গেছে ।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ জানান, গত ২৪ ঘণ্টায় জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিনদিন আরও পানি বাড়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী যমুনা এবং ব্রহ্মপুত্র নদীর পানি আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে। তবে ১ তারিখের পর পানি আবারও কমতে শুরু করবে।
দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাশ জানান, জেলার ৫০ হেক্টর জমি পানিতে প্লাবিত হয়েছে। দু-একদিনের মধ্যে পানি না কমলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে বলে জানান তিনি।