বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে বিএনপির বিজয় শোভাযাত্রা

মোঃ রাসেল হোসেন : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহে বিজয় শোভাযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল মোড়ে শেষ হয়। র‌্যালিতে প্লেকার্ড ও ধানের শীষ নিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করে।

মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী প্রমুখ।

এসময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী রানা, শিব্বির আহমেদ বুলু, একেএম মাহবুবুল আলম, শামীম আজাদ, এমএ হান্নান খান, কায়কোবাদ মামুন, শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, মুফিদুল আলম মোহন, স্বেচ্ছাসেবকদলের সভাপতি শহিদুল আলম খসরু, সেক্রেটারি সোহেল খান, জেলা যুবদলের সাধারন সম্পাদক দিদারুল ইসলাম রাজু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম ফয়সাল, মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইনসহ উত্তর ও দক্ষিণ ও মহানগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *