সোমবার, মার্চ ২৪, ২০২৫
সোমবার, মার্চ ২৪, ২০২৫

জরুরি অবস্থা জারির খবর গুজব : স্বরাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক : দেশে যেকোনও মুহূর্তে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার (২৪ মার্চ) সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) সই শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘যা গুজব তা নিয়ে মন্তব্য করার কিছু নেই।’

এসওপি সই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সারা দেশে আইনশৃঙ্খলা স্থিতিশীল থাকার কথা জানিয়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, ‘রাজধানীতে পুলিশের চলমান তৎপরতা তদারকি করা হচ্ছে। ঈদের সময়ও নিরাপত্তার কোনও বিঘ্ন ঘটবে না। শুধু যে পুলিশ পেট্রোলিং করছে তা নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুজন কর্মকর্তা প্রতিদিন রাতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করছেন।’

অবৈধভাবে অস্ট্রেলিয়ায় যাওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশ সিটিজেনস টু বাংলাদেশ বা এসওপি সই করা হয় যেসব বাংলাদেশি অবৈধভাবে অস্ট্রেলিয়ায় গিয়ে সেখানকার ডিটেনশন সেন্টারগুলোতে আছেন তাদের ফিরিয়ে আনার জন্য। তবে কত বাংলাদেশি সেখানে অবৈধভাবে গিয়ে আটক আছেন সেটা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

নাসিমুল গনি জানান, অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার বাংলাদেশে করার বিষয়েও আলোচনা হয়েছে। যত দ্রুত সেটা করা যায় তারা সে ব্যাপারে পদক্ষেপ নেবে। ঈদের পরই এটা হয়ে যাবে বলে আশা করছেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *