বুধবার, এপ্রিল ২, ২০২৫
বুধবার, এপ্রিল ২, ২০২৫

জনকল্যাণে কাজের দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই : উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : জনগণকে মুখ্য রেখে কর্মকর্তাদের সার্বিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

এর আগে তিনি এ মন্ত্রণালয়ের দায়িত্বভার নেন।
সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের (সচিবের রুটিন দায়িত্বে) অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. নজরুল ইসলাম।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ধারাবাহিকতা বজায় রাখা এবং দক্ষতার সঙ্গে কাজ করা-ই এখন বড় চ্যালেঞ্জ। জ্যেষ্ঠদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনকল্যাণমূলক কাজ করতে হবে যা ভবিষ্যতে উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

তিনি বলেন, এ মন্ত্রণালয়ের কাজে জনসম্পৃক্ততা বেশি। জনকল্যাণে সবচেয়ে বড় শক্তির উৎস জনগণ। জনকল্যাণে কাজের দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বভার নেওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সদ্যবিদায়ী উপদেষ্টা এ হাসান আরিফ বলেন, এটি কোনো রুটিন সরকার নয়, বিপ্লবী সরকার। আমাদের মূল দাবি বৈষম্যহীন বাংলাদেশ গড়া।

তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে সবাই অংশ নিয়েছিল। তেমনি ২০২৪ সালের আন্দোলন শুধু ঢাকাকেন্দ্রিক ছিল না। এর ধাক্কা লেগেছে সমস্ত দেশে।

এ সময় মন্ত্রণালয়ের সবার ভূয়সী প্রশংসা করেন হাসান। সবাই কাজের বিষয়ে বেশ দক্ষ ও আন্তরিক বলে উল্লেখ করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টারা শপথ নিয়েছেন। তাদের মধ্যে দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন দপ্তরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *