বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
আলোচিত সংবাদব্রেকিং নিউজময়মনসিংহলীড নিউজ

গণমিছিলে উত্তাল ময়মনসিংহ

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯দফা দাবিতে ময়মনসিংহে বৃষ্টির মধ্যেই ছাত্র-জনতার গণমিছিলে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। এতে নগরীজুড়ে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে নগরীর টাউন হল মোড়ে গিয়ে সরেজমিনে এই গণজামায়েত দেখা গেছে।

এর আগে জুমার নামাজের পর নগরীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী সহ নানা শ্রেণি-পেশার মানুষ গণমিছিলে জড়ো হতে দেখা যায়। পরে বিকেল ৪টার দিকে ময়মনসিংহের টাউন হল মোড় থেকে বের হয়ে নতুন বাজার ও গাঙ্গীনার পাড় সড়ক হয়ে স্টেশন এলাকার কৃঞ্চচূড়া চত্বরে গিয়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে এই আন্দোলনের সমন্বয়করা বলেন, শহীদ হওয়া ছাত্র ভাইদের খুনিদের বিচার না হওয়া পযর্ন্ত শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে না। ৯ দফা দাবি আদায়ে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে এবং চলবে।

আন্দোলনকারীদের কোনো ধরনের বিশৃঙ্খলায় না জড়ানোর আহ্বান জানিয়ে সমন্বয়করা বলেন, সারাদেশে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলায় আহত ও হত্যাকাণ্ডের শিকার শহীদদের বিচার না করা হলে এই সরকারকে ক্ষমতা ছাড়তে হবে।

এই কর্মসূচির নেতৃত্ব দেন ময়মনসিংহের সমন্বয়ক আশিকুর রহমান, আরিফুল হক, আব্দুল্লাহ আল নাকিব প্রমুখ।

এদিকে পূর্বঘোষিত ছাত্র-জনতার গণমিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই টাউন হল ও জিলা স্কুল মোড় এলাকায় পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের দেখা গেলেও শিক্ষার্থীদের জমায়েত শুরু হওয়ার পর তাদের সরে যেতে দেখা যায়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে কোথাও কোনো বাঁধা দেওয়ার খবর পাওয়া যায়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *