বুধবার, এপ্রিল ২, ২০২৫
বুধবার, এপ্রিল ২, ২০২৫

ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

২০২২ সালের ২৭ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির (সোহেল-আরিফ কমিটি) সদস্যরা উপাচার্য ও প্রক্টরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য যাওয়ার পথে তাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা স্যার এ এফ রহমান হলের সামনে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেক নেতাকর্মী গুরুতর আহত হন।

এ হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্যার এ এফ রহমান হলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬৬ জনকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

ছাত্রদল বলছে, বৈষ্যম্যহীন, ন্যায়ভিত্তিক, মতপ্রকাশের স্বাধীনতার অধিকারসম্পন্ন সমাজ ও রাষ্ট্র গঠনের প্রয়োজনে সন্ত্রাসী-দুর্বৃত্তদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করা অত্যাবশ্যক। ১৬ বছর ধরে দেশে যে সন্ত্রাস, অন্যায় ও ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছিল, এর যথাযথ বিচার নিশ্চিতেই এই মামলা। যাতে আগামী দিনে আবার কোনো দুর্বৃত্ত যেন শিক্ষাঙ্গনে অন্যায়, অপরাধ করার বা মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করার দুঃসাহস না করে। গত ১৬ বছরে শিক্ষাঙ্গনে সংঘটিত সকল অপরাধের বিচার নিশ্চিতে জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *