শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
আন্তর্জাতিকআলোচিত সংবাদ

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণে ৬ জনের মৃত্যু

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে রেকর্ড পরিমাণ বর্ষণে ছয়জনের মৃত্যু ঘটেছে। এদিকে দেশটিতে গ্রীষ্মকালীন চরম আবহাওয়া বিরাজ করছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

কাউন্টি কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মেগাসিটি চংকিং এর কাছের দিয়ানজিয়াং কাউন্টিতে প্রবল বর্ষণ হয়।

কাউন্টি বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, বৃহস্পতিবার দুপুর ১:৫০টা পর্যন্ত ভূমিধসের ঘটনায় চারজন এবং পানিতে ডুবে আরও দুজন মারা গেছে।

সিনহুয়া জানায়, সেখানে এমন প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৭,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৭০ জনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
তারা আরো জানায়, দিয়ানজিয়াংয়ের বিভিন্ন এলাকায় ২৫৪.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি ছিল এক দিনের সর্বোচ্চ বৃষ্টিপাত।
এদিকে চীনে গ্রীষ্মকালীন চরম আবহাওয়া বিরাজ করছে। দেশটির পূর্ব এবং দক্ষিণাঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উত্তরের বেশিরভাগ অংশে তীব্র তাপমাত্রা অব্যাহত রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *