গৌরীপুরে উপজেলা পরিষদে বিজয়ী হলেন যাঁরা
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৪ হাজার ৯২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দোয়াত-কলম প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান পেয়েছেন ৪৮হাজার ৫৯ভোট। ৬হাজার ৮৬২ ভোট বেশি পেয়ে আনারস প্রতীকের প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণা করেন সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।
প্রদত্ত ভোটের সংখ্যা ১লক্ষ ১৫ হাজার ৮৫৫জন। বৈধ ভোটার সংখ্যা ১লক্ষ ১৩হাজার ৬২জন। বাতিলকৃত ভোটের সংখ্যা ২হাজার ৭৯৩টি। প্রদত্ত শতকরা ৪১.৩৮শতাংশ ভোট পড়েছে। এ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯৫টি কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৭৯হাজার ৮৫৯ জন। ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪১হাজার ৮১৯জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৩৮হাজার ৪০জন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা পালকি প্রতীকে ৪২হাজার ৫০৬ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল হুদা লিটন চশমা প্রতীক পেয়েছে ২৯হাজার ২৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা: নিলুফার ইয়াসমিন (হাঁস) প্রতীক ৪১হাজার ৩৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সালমা আক্তার রুবী (প্রজাপতি) প্রতীকে পেয়েছে ২১হাজার ৯৩৩ ভোট।