শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বর হামলায় আরও ৩৭ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজা শহরের কেন্দ্রস্থলে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের তাবুতে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা বোমাবর্ষণ করে। এ ঘটনায় ৩৭ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা মিশরের সাথে গাজার সীমান্ত নিয়ন্ত্রণ দখলে নিয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৩৬ হাজার ১৭১ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৮১ হাজার ৪২০ জন।
এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতার মধ্যেই মঙ্গলবার (২৮ মে) ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে। এ নিয়ে মোট ১৪৫টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *