গফরগাঁওয়ে ছেলে হত্যা মামলার প্রধান আসামি বাবা গ্রেফতার
ময়মনসিংহের গফরগাঁওয়ে ছেলে শারফুল ইসলাম কে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি বাবা ইসহাক ঢালী (৫৫) কে গ্রেফতার করেছে পাগলা থানার পুলিশ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইসহাক ঢালী উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
উল্লেখ্য, নিহত শারফুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে থেকে অর্জিত টাকা-পয়সা সবই বাবার হাতে পাঠাতেন।গত চার-পাঁচ মাস আগে তিনি দেশে ফিরেছেন। দেশে এসে পরিবারের কাছে পাঠানো টাকার হিসাব চাইতে গেলে প্রায়ই ঝগড়া ঝাটি হতো।
এরই ধারাবাহিকতায় বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে বাবা ও ছোট ভাই মিলে শারফুলকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় ছেলেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বৃহস্পতিবার ২৬ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নিহতের ছোট বোন শেফালী আক্তার বাদী হয়ে বাবা ইসহাক ঢালী ও ছোট ভাই আশরাফুল ইসলামকে অভিযুক্ত করে পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রাশেদুজ্জামান বলেন, হত্যা মামলার প্রধান আসামি ইসহাক ঢালীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছেলেকে হত্যা করেছে বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।