বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
আলোচিত সংবাদনেত্রকোনাময়মনসিংহ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দুর্গাপুরে দোয়া

সারা দেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বাদ জুম্মা পৌরশহরের বাইতুন নুর জামে মসজিদ মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাজারুল ইসলাম রিপন, পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান ফরিদ, সদস্য সচিব হারেজ গনি, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্ক, সদস্য সচিব সম্রাট গনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাড. মির্জা নজরুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক কমল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকার সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর নির্বাচনে জনগণ বেছে নেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। রাজপথ হয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গৌরবে অভিষিক্ত হন বেগম জিয়া। তিনবার সর্বাধিক ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন তিনি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় একটি সাজানো মামলার ফরমায়েশী রায়ে কারারুদ্ধ করেন শেখ হাসিনার সরকার। পুরানো কারাগারে স্যাঁতসেঁতে পরিবেশে বিনা চিকিৎসায় বন্দী রাখার ফলে বেগম জিয়া অসুস্থ হয়ে পড়েন। ২০২০ সালে করোনাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গুলশানে ভাড়া বাসায় এনে বন্দী রাখা হয় খালেদা জিয়াকে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুপারিশ করলেও ওই আবেদন শেখ হাসিনার সরকার নাকচ করে দেয়। আলোচনা শেষে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *