শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
আলোচিত সংবাদজাতীয়ব্রেকিং নিউজ

কাল থেকে চালু হচ্ছে বাংলাদেশ ভারত ফ্লাইট

করোনাকালে দীর্ঘদিন স্থগিত থাকার পর আগামীকাল শনিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ এবং ভারতের মধ্যে ফ্লাইট চলাচল শুরু হতে পারে। এয়ার বাবল চুক্তির আওতায় ভারতের প্রস্তাব করা সপ্তাহে ৭টি ফ্লাইট গ্রহণ করেছে বাংলাদেশ।

এয়ার বাবল চুক্তি হচ্ছে, নির্দিষ্ট দুটি গন্তব্যের মধ্যে ফ্লাইট চলবে তবে মাঝে কোথাও ট্রানজিট করা যাবে না। এ চুক্তির আওতায় ভ্রমণ ভিসায় যারা ভারতে যাবেন, তাদের ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনার পরীক্ষা করাতে হবে।

এর আগে বৃহস্পতিবার ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) একটি চিঠি দেয়। ওই চিঠিতে এ কথা জানানো হয়।

বেবিচক জানিয়েছে, ভারত থেকে আসা যাত্রীরা ‘বিজনেস ভিসা’ নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। বাংলাদেশে আসার পর তাদের ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে কলকাতা গন্তব্যে সপ্তাহে দুটি ও দিল্লি গন্তব্যে দুটি এবং ইউএস বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে চেন্নাই গন্তব্যে ৩টি ফ্লাইট পরিচালনা করবে।

এদিকে ভারতও তাদের ৩টি এয়ারলাইনসকে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে প্রতি সপ্তাহে স্পাইস জেট ৩টি ও ইনডিগো এবং এয়ার ইন্ডিয়া ২টি করে ফ্লাইট পরিচালনা করবে। পরের সপ্তাহ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে ১০টি করে ফ্লাইট পরিচালনার প্রস্তাব পাঠিয়েছে বেবিচক।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটের নোটিশে জানান হয়- ভারতের কলকাতা, দিল্লি ও কুয়েত রুটের ফ্লাইট চলাচল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *